ডেবরা: সাংসদ খগেন্দ্রনাথ মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ আক্রান্ত, ডেবরা বাজারে প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা
বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন সাংসদ খগেন্দ্রনাথ মুরমু ও বিধায়ক শংকর ঘোষ।এই ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদে নামে বিজেপি।মঙ্গলবার সন্ধ্যায় ডেবরা বাজারে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ মিছিল করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব দুলাল মাইতি, ডেবরা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রতন দে মন্ডল সহ অন্যান্যরা। ডেবরা বাজার জুড়ে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় এই মিছিল সংঘটিত হয়।