ভাঙড় ১: দূর্গাপুর অঞ্চলের পাত্রপুকুর গ্রামে ইসলামিক জলসাতে প্রধান অতিথি হিসেবে যোগদান ক্যানিং পূর্ব বিধান শওকত মোল্লা
আজ অর্থাৎ সোমবার রাত দশটা নাগাদ ভাঙ্গর দুর্গাপুর অঞ্চলের পাত্র পুকুর গ্রামে ইসলামিক জলসাতে উপস্থিত হন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এদিন প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় এই ইসলামিক মাহফিলে। চারপাশ সেজে উঠেছিল এক অনন্য সাজে ।