দুবরাজপুর: আগুনে সব পুড়ে ছাই, অসহায় মোহনের পাশে ছুটে গেলেন দুবরাজপুরের বিধায়ক
দুবরাজপুর বিধানসভার পদুমা পঞ্চায়েতের শিব রাওতারা গ্রামের আদিবাসী পাড়ায় কালীপুজোর রাতে আগুন লেগে মাটির বাড়ি পুড়ে যায় মোহন হাসদার। ঘটনায় তাঁর সমস্ত কিছু ছাই হয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে সহায়তার হাত বাড়ান। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করে দ্রুত সাহায্যের ব্যবস্থা করেন। প্রশাসন আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।