ইলামবাজার: ডেউচা পাঁচামীর কয়লা খনি,শাসকদের মিথ্যাচার ও লুট বন্ধ,১০০ দিনের কাজ চালু,বিভিন্ন দাবি নিয়ে CPIM পথসভা করা হয় জয়দেবে
ডেউচা পাঁচামীর কয়লা খনি, শাসকদের মিথ্যাচার ও লুট বন্ধ,১০০ দিনের কাজ চালু,কৃষকদের ফসলের লাভজনক দাম দিতে হবে বিভিন্ন দাবি নিয়ে CPIM পথসভা করা হয় বিকাল চারটা নাগাদ জয়দেব কেন্দুলিতে। উপস্থিত সিপিআইএম এর বিভিন্ন ব্লক ও অন্তরস্তরের কর্মীরা এবং সাধারণ মানুষ। ডেউচা পাঁচামি কয়লা খনি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন সর্বসাধারণ মানুষদের সামনে।