কুলপি: বেলপুকুর অঞ্চলে নিশ্চিন্তপুর এ টোটো ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ টোটো চালক যখম
দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত বেলপুকুর অঞ্চলে নিশ্চিন্তপুরে টোটো এবং মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় সোমবার দিন দুপুরে টোটো তে থাকা চালক গুরুতর জকম হয়। চিকিৎসা করানো হয় স্থানীয় হাসপাতালে টোটো এবং মোটর ভ্যানটি কুলপি থানাতে নিয়ে যাওয়া হয় উদ্ধার করে।