মন্তেশ্বর: সাতগেছিয়ায় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে রন্ধন প্রতিযোগিতা
ভারত গ্যাস দুর্গাপুর এল পি জি টেরিটরি ও সাতগেছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে রন্ধন প্রতিযোগিতা ও নিরাপত্তা সচেতনতা অনুষ্ঠান। গোটা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মেমারীর সাতগাছিয়াতে মাঙ্গলিক ননী ভবনে একটি কুকিং কম্পিটিশন এন্ড সেফটি অ্যাওয়ার্নেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথীদের বরণ করে নেয়া হয়।