আউশগ্রামের বিল্বগ্রাম থেকে উদ্ধার কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ শোকের ছায়া নেমে আসে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর নাম সন্দীপা হাজরা(১৬)। তার বাড়ি আউশগ্রামের বিল্বগ্রামে। গতকাল রাতে তাদের বাড়ি থেকেই সন্দীপার দেহ উদ্ধার করে পুলিশ। তবে মেধাবী ওই পড়ুয়া কেন এমন ঘটনা ঘটালো তা নিয়ে হতবাক এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।