কালিয়াচক ১: ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ, ধৃত ব্যক্তি কালিয়াচকের বাসিন্দা
কলকাতা পুলিশের এসটিএফ, মালদা জেলা পুলিশের ক্রাইম মনেটরিং গ্রুপ ও কালিয়াচক থানার যৌথ অভিযানে ব্রাউন সুগারসহ এক ব্যাক্তি গ্রেফতার। ধৃতের নাম মালেক মোমিন। সে কালিয়াচকের উত্তর দারিয়াপুর মোমিনপাড়ার বাসিন্দা। এদিন বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক পলিটেকনিক সংলগ্ন রাস্তার ওপর মালেককে আটক করে তল্লাশিতে নিতেই ৭০৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।