এক যুবকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হানা দিল সাইবার অপরাধীরা। গত বুধবার তারিখে ঘটনাটা ঘটেছে দেগঙ্গা ব্লকের দক্ষিণ চৌরাশি গ্রামে। সোমবার রাত সাতটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যুবক। যুবকের দাবী গত বুধবার মোবাইলে একটি গেম সংক্রান্ত লিংক আসে। ভুলবশত সেই লিংকে টাচ করি। এরপরেই আমার ফোনের whatsapp বন্ধ হয়ে যায়। কিন্তু হোয়াটসঅ্যাপ বন্ধ থাকলেও এই নাম্বার থেকেই বিভিন্ন ফোনে আপত্তিকর ছবি পাঠাচ্ছে সাইবার অপরাধীরা। বাধ্য হয়ে থানায় অভিযোগ দা