বসিরহাট ১: তেঘরিয়া এলাকায় ভাগ্নের হাতে মামা খুন, মাছ ধরা নিয়ে গন্ডগোলের জেরে এই খুন, গ্রেফতার ভাগ্নে*
বসিরহাট থানার *তেঘরিয়া* এলাকার ঘটনা ।গতকাল রাতে তেঘরিয়া এলাকায় রাস্তা দিয়ে তুফান মন্ডল বাড়ি ফিরছিল সেই সময়-তুফান মন্ডলকে তার ভাগ্নে- *জিৎ মন্ডল* রাতের অন্ধকারে পিছন থেকে ভারী জিনিস দিয়ে আঘাত করে এবং রাস্তার উপরেই লুটিয়ে পড়ে তুফান মন্ডল। এরপর জিৎ মন্ডল ইট দিয়ে মাথায় পরপর আঘাত করে এবং তুফান মন্ডল নিথর হয়ে গেলে ঘটনাস্থল থেকে জিৎ মন্ডল পালিয়ে যায় । এলাকার পথ চলতি মানুষ তুফান মন্ডলকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে ফাস্ট বসিরহাট মহকুম