আউশগ্রাম ১: আউশগ্রামের তকিপুরে কালীপুজোর সময় খাবারে বিষক্রিয়ার অভিযোগ, ওই ঘটনার তদন্তে এল ফরেন্সিক দল, তারা সংগ্রহ করলেন নমুনা
আউশগ্রামের তকিপুরে কালী পুজোর সময় খাবারে বিষক্রিয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্তে এল ফরেন্সিক দল। দুর্গাপুরে থেকে আসা তিন সদস্যের ওই দলটি বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ ঘটনাস্থলে এসে বেশকিছু ছবি তোলার পাশাপাশি রান্নাঘর থেকে মশলার নমুমা সংগ্রহ করেন৷ জানা গিয়েছে, তকিপুরে কালীপুজোর সময় হঠাৎই ডাইরিয়ার প্রকোপ দেখা দেয়। পাশাপাশি মেলার এক বিক্রেতার অস্বাভাবিক মৃত্যু হয়। তাছাড়া বেশ কয়েকজন পুলিশ কর্মী সহ প্রায় ১৮ জন অসুস্থ হয়ে পড়েন।