গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের নয়াবসান সার্বজনীন দূর্গোপুজো কমিটির মন্ডপ ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী,অনুষ্ঠানে উপস্থিত আইসি
মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাতে ভার্চুয়াল উদ্বোধন হল গোপীবল্লভপুরের নয়াবসান সার্বজনীন দুর্গাপূজো। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ভাবে গোপীবল্লভপুর নয়াবসান সার্বজনীন পুজোর উদ্বোধন করেন।পুজো মন্ডপ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন গোপীবল্লভপুর থানার আইসি কার্তিা চন্দ্র রায়, সহ সভাপতি সত্যরঞ্জন বারিক,পূর্ত কর্মাধ্যক্ষ হেনন্ত ঘোষ সহ প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য,গোপীবল্লভপুর নয়াবসান সার্বজনীন দুর্গাপূজো এবছর ২৪তম বর্ষে পা দিল