নয়াগ্রাম: ঝাড়গ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব,বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ জেলার গড় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে
ঝাড়গ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ জেলার গড় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। সন্ধ্যা নামতেই রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে পড়ছে। প্রয়োজন ছাড়া মানুষ আর বাইরে বেরোতে চাইছেন না। তবে চায়ের দোকানগুলোতে দেখা যাচ্ছে জমজমাট ভিড় ও গল্পের আসর। শহরের বিভিন্ন মোড়ে, চৌরাস্তা এবং বাজার এলাকায় বহু মানুষকে কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।