বর্ধমান ১: প্রকাশ্যে ছাত্রীদের গোপানাঙ্গ দেখানোর ঘটনায় বহিলাপাড়া থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করলো বর্ধমান পুলিশ
টোটো করে বাড়ি ফেরা ছাত্রীদের উদ্দেশ্যে গোপানাঙ্গ দেখানো ও কটুক্তি করার অভিযোগ ওঠে বাইক সওয়ার যুবকের বিরুদ্ধে।সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উঠে নিন্দার ঝড়,যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও ওঠে বিভিন্ন মহল থেকে।অবশেষে গত ১০ অক্টোবর এক ছাত্রীর করা অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নেমে আজ সকাল ১১ টা নাগাদ বর্ধমান শহরের বহিলাপাড়া জলট্যাঙ্ক এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,ধৃত যুবকের নাম সন্তোষ বিশ্বাস