মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল বছর আঠারোর এক বেসরকারি কারখানার শ্রমিকের। জানা গেছে আজ বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্পাঞ্চলের একটি বেসরকারি কারখানায় (কালিমাতা) কাজ করতে যায় সাহারজোড়ার বাসিন্দা বিজয় ধীবর। তারপরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। কারখানা কর্তৃপক্ষ ওই শ্রমিককে বড়জোড়া সুপার স্পেসিলিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বিজয়ের মৃত্যুতে সাহারজোড়ায় তার গ্রামে নেমে আসে শোকের ছায়া।