সুতি ১: নিখোঁজ থাকার পর সুতি এলাকায় জঙ্গল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ
নিখোঁজ থাকার পর সুতি এলাকায় জঙ্গল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকায়। ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। তারপর আর খুঁজে পাওয়া যায়নি ওই ব্যক্তিকে। পরবর্তীতে গত বৃহস্পতিবার দুপুরবেলায় সুতি এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হয় তার দেহ। পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার বহরমপুরের মর্গে নিয়ে আসে।