গোসাবা: গোসাবার কুমিরমারী GPর মৃধা পাড়ায় বাঘের আতঙ্ক ছড়ালো সোমবার সকালে,ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের মৃধা পাড়ায় বাঘের আতঙ্ক ছড়ালো সোমবার সকালে ।গ্রামের মানুষজন প্রথমে শাকসা নদীর পাড়ে গ্রামের দিকে বাঘের একাধিক পায়ের ছাপ দেখতে পায়।খবর দেওয়া হয় বন দফতর ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতে।বন দফতরের কর্মীরা এসে বাঘের পায়ের ছাপ নিশ্চিত করে।এরপর গ্রামের দিকে নদীর চড়ের অভয়ারণ্য জাল দিয়ে ঘিরে ফেলে।এবং গ্রামের দিকে অভয়ারণ্যের মধ্যে বাঘ লুকিয়ে আছে কিনা তা খুঁজতে লাঠি নিয়ে তল্লাশি চালানো হয়।