রাইমাভ্যেলি মন্দিরঘাটে তিপ্রা মথা দলের যোগদান সভা, ৩৭ ভোটারের দলবদল আজ বিকেলে রাইমাভ্যেলি মন্দিরঘাটের মুখছড়িতে তিপ্রা মথা দলের উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৭ জন ভোটার তিপ্রা মথা দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের বরণ করে নেন স্ব-শাসিত জেলা পরিষদের ইএম (Executive Member) রাজেশ ত্রিপুরা।