মঙ্গলবার কাক ভোরে ধুপগুড়ি দমকল অফিসের সামনে আচমকাই থেমে যায় একটি ট্রাক। ট্রাক থেকে টিপ টিপ করে জল পড়তে দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মনে। মুহূর্তেই খবর পৌঁছে যায় ভূমি রাজস্ব দপ্তরের কাছে। ট্রাকের এই অস্বাভাবিক উপস্থিতি নিয়ে শুরু হয় চাঞ্চল্য । প্রাথমিক তথ্য অনুযায়ী জামালদহ সংলগ্ন শুটুঙ্গা নদী থেকে বালি তুলে শহরে আনা হচ্ছিল। দমকল অফিসের কাছে এক ব্যক্তির বাড়িতে বালিটি পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু মালিক বা গ্রহণকারীকে না পেয়ে বিপাকে পরে ট্রাক চালক।