মোহনপুর: সিটি সেন্টারের সামনে HGB FL shop-এ সরকারের নির্দেশিকা অমান্য করে রাত ১১ টার পর বৃষ্টি হচ্ছে বিলিতি মদ
আগরতলায় সিটি সেন্টারের সামনে এইচজিবি এফএল সপে রাত ১১ টার পর বৃতি মদ বিক্রি করার অভিযোগ ছিল দীর্ঘদিনের। শনিবার রাত ১১ঃ০০ টার পর ঘটানো হলে গিয়ে পাওয়া গেল তার সত্যতা। এই বিষয়ে কোন পদক্ষেপ নেই প্রশাসনের।