গণ্ডাছড়া: রাইমাভ্যালী: রাম লোচন পাড়ায় বিজেপির পাড়া ভিত্তিক উঠানসভা
আজ বিকেলে রাইমাভ্যালী বিজেপি মন্ডলের উদ্যোগে রাম লোচন পাড়ায় ভারতীয় জনতা পার্টির একটি পাড়া ভিত্তিক উঠানসভার আয়োজন করা হয়। এই সভাটি মূলত স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনার উদ্দেশ্যে করা হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব। সভার শুরুতে স্থানীয় কার্যকর্তারা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সরকারের জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন।