রামপুরহাট ১: রামপুরহাট পুরসভার 9 নং ও 18 নং ওয়ার্ডে SIR সহায়তা ক্যাম্প পরিদর্শন করলেন রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত
রামপুরহাট পুরসভার 9 নং ও 18 ওয়ার্ডে SIR সহায়তা ক্যাম্প পরিদর্শন করলেন রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত,বুধবাররাত নটা নাগাদ রামপুরহাট পুরসভার 8 নং ও 18ওয়ার্ডে এর SIR সহায়তা ক্যাম্পে পরিদর্শন করেন ও ক্যাম্পের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন পুরসভার চেয়ারম্যান। এদিন উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ আরো অন্যান্য কাউন্সিলর ও কর্মীরা।