সন্দেশখালি ২: নদীর চড় থেকে অবৈধ ভাবে গাছ কাটার ঘটনায় দুই ব্যক্তিকে আতাপুর এলাকা থেকে আটক করল সন্দেশখালি থানার পুলিশ
নদীর চড় থেকে অবৈধ ভাবে গাছ কাটার ঘটনায় শনিবার বিকেল পাঁচটা নাগাদ দুই ব্যক্তিকে আতাপুর এলাকা থেকে আটক করল সন্দেশখালি থানার পুলিশ সন্দেশখালি থানার অন্তর্গত আতাপুর এলাকায় নদীর চড় থাকা গাছ অর্থাৎ ম্যানগ্রুপ কেটে ফেলছে অসাধু ব্যবসায়ীরা । চড়ে থাকা এই সমস্ত ম্যানগ্রোভ কেটে নদীর চড় দখল করে ফিশারি তৈরীর পরিকল্পনা করছে অসাধু ব্যবসায়ীরা। গোপন সেই সূত্রে খবর পাওয়া মাত্র শনিবার বিকেলে ওই এলাকা থেকে রুদ্রপ্রসাদ মন্ডল ও মিন্টু দাস নামে দুই ব্যক্তিকে আটক করে।