আজ অর্থাৎ ৬ডিসেম্বর আবার ঢোলাহাট থানার আইসির দায়িত্বভার নিলেন প্রাক্তন আইসি কৌশিক নাগ, ঢোলাহাট থানা ওসি থানা থেকে প্রথম আইসি থানা হিসেবে চিহ্নিত হয় সেই সময় আইসির দায়িত্বভার নিয়েছিলেন তিনি, তাকে এদিন দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী আইসি দেবাশীষ রায়, দায়িত্বভার গ্রহণ করে বিদায়ী আইসি দেবাশীষ রায়কে বিদায় সম্ভাষণ জানান দায়িত্বভার নেওয়া আইসি কৌশিক নাগ