পুরুলিয়া ১: অবৈধমদের বিরুদ্ধে অভিযান চালিয়ে নদীয়াড়া থেকে গ্রেফতার ১, ধৃত কে কোর্টেপেশ করল পুলিশ
পুরুলিয়া জেলা পুলিশ প্রতিনিয়ত বিশেষ বিশেষ শনিবার এ চালাচ্ছে স্পেশাল রেড ।স্পেশাল ড্রাইভে মূলত পুরনো ওয়ারেন্ট , তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যারা অবৈধভাবে মদ বিক্রি করছে সেই বিষয়ে অভিযান চালিয়ে গতকাল রাতে মফস্বল থানার বিভিন্ন এলাকা থেকে নানা রকমের ওয়ারেন্ট এবং অভিযান চালিয়ে নদীয়াড়া মোড় থেকে ৬০০ml এর 16 টি অবৈধ দেশী মদের বোতলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে মফস্বল থানার পুলিশ এবং ধৃতকে এদিন দুপুরে কোর্টে পেশ করা হয়