গঙ্গারামপুর: রাধানগর–সহনালী রাস্তা পাঁকা করার দাবিতে গঙ্গারামপুর BDO অফিসের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের
যাতায়াতের একমাত্র রাস্তা পাঁকা করার দাবীতে গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার দুপুরে ১টা নাগাদ এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর ব্লক অফিস চত্বরে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিডিও-র সাথে কথা বলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।গ্রামবাসীরা জানিয়েছেন,গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর থেকে সহনালি যাবার রাস্তাটির দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার।