তমলুক: অস্তিচক ভাতৃ সংঘ-এর আয়োজিত স্বর্গীয় সতীশ ও স্বর্গীয় সন্তোষ স্মৃতি মেগা ফুটবল টুর্নামেন্টের আজ উদ্বোধন করলেন সভাধিপতি
পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত অস্তিচক ভাতৃ সংঘ-এর আয়োজিত স্বর্গীয় সতীশ ও স্বর্গীয় সন্তোষ স্মৃতি মেগা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন পটাশপুর বিধানসভার বিধায়ক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এছাড়াও উপস্থিতছিলেন কাঁথি-১পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল,পটাশপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযুষ কান্তি পণ্ডা,কাঁথি-৩পঞ্চায়েত সমিতিরসভাপতি বিকাশ চন্দ্র বেজ,সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবী গন।উত্তমবা