ঝালদা ২: ঝালদা ২ নং ব্লকের পাঁড়ুয়া গ্রামের একই কালীমন্দিরে ২১ টি প্রতিমার পুজো
ঝালদা দু'নম্বর ব্লকের পাড়ুয়া গ্রামে একই মন্দিরে ২১ টি কালীপ্রতিমার পুজোকে কেন্দ্র করে রীতিমতো উৎসাহিত এলাকার মানুষ জন এবং ভক্তরা । মানত পূরণের উদ্দেশ্যে ভক্তরা এই প্রতিমা গুলি দিয়েছেন । যদিও তাহল সন্ধ্যা পর্যন্ত । পুজো শুরু পর্যন্ত আরও প্রতিমার সংখ্যা বাড়তে পারে বলে উদ্যোক্তাদের ধারণা ।