বুধবার দুপুর প্রায় দুটো নাগাদ মালদা জেলার বামনগোলা মন্ডল টু-এর অন্তর্গত জগদ্লা ১১২ নম্বর বুথে SIR ফরম বিলি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকার প্রত্যেক বাসিন্দার বাড়িতেই ফরম পৌঁছে যাবে। অতএব স্থানীয়দের আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।