ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সভা থেকে বরাবাজার কৃষাণ মান্ডি সংলগ্ন হাট তলা বাজারকে সপ্তাহে দুদিনের জায়গায় চার দিন করা এবং প্রত্যেকের জন্য সেড করে দেওয়ার অঙ্গীকার করলেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান দু'নম্বর মন্ডল সভাপতি জনার্দন সিংহ মোদক, রবিবার সন্ধ্যায় বরাবাজার কিষাণ মান্ডি সংলগ্ন স্থানে বিজেপির বান্দোয়ান মন্ডল দুই আয়োজিত এক পরিবর্তন সভা আয়োজিত হয় সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি জনসাধারণের কাছে আবেদন জানান