রায়গঞ্জ: রায়গঞ্জে ফ্লাইওভার ও আন্ডারপাস বাইপাসের জন্য NOC নিয়ে শুরু রাজনৈতিক তরজা প্রশাসক বনাম সাংসদ,ক্ষোভ উগড়ে দিলেন প্রশাসক
রায়গঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিয়ে ফের রাজনৈতিক তরজা। ফ্লাইওভার ও আন্ডারগ্রাউন্ড বাইপাস নির্মাণে NOC না মেলার অভিযোগ তুললেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি জানান,পৌরসভা থেকে NOC না মেলায় কাজ শুরু হচ্ছে না অন্যদিকে প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন,রেল দপ্তর সরাসরি পৌরসভার সঙ্গে যোগাযোগ করেনি,জেলাশাসক ও মহকুমাশাসকের মাধ্যমে NOC র কথা জানানো হয়েছে। এমন বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয়