মেমারি ১: ডাক্তারখানায় নাম লেখাতে এসে মহিলার মৃত্যু মেমারিতে
বৃহস্পতিবার মাঝরাত আনুমানিক ২ টো নাগাদ মেমারি বাজার রেলগেট সংলগ্ন এলাকায় একটি ডাক্তারখানায় নাম লেখাতে এসে মর্মান্তিক মৃত্যু হলো মহিলার। মৃত মহিলার নাম আঞ্জুরা বিবি, বয়স আনুমানিক ৬০ বছর, বাড়ি চক আঝাপুর। পরিবার সূত্রে জানা যায়, আঞ্জুরা বিবি তাঁর ছেলের চিকিৎসার জন্য মেমারি এসেছিলেন বৃহস্পতিবার রাতে।