কোচবিহার ১: কোচবিহারে দুর্গা পূজার মন্ডপ উদ্বোধন করতে এসে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের
কেন্দ্রীয় সরকারের কাছে ও অনেক কিছু আছে, আমরা করিনা অপব্যবহার, কোচবিহারে এসে বললেন সুকান্ত মজুমদার। উল্লেখ্য কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়ার পুজো মন্ডপ উদ্বোধন করবেন সুকান্ত মজুমদার। এই খবর চাউর হতেই চারিদিকে বিতর্কে সৃষ্টি হয়। তা সত্ত্বেও এই পূজা মণ্ডপে আছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বরা। এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের প্রতি তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।