ঝালদা ১: কীটনাশক খেয়ে মৃত্যু বুরদা গ্রামের গৃহবধূ , দেহ ময়নাতদন্তের পর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে পড়ল
কীটনাশক খেয়ে মৃত্যু বুরদা গ্রামের গৃহবধূ , দেহ ময়নাতদন্তের পর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে পড়ল। স্থানীয় সূত্রে জানা যায় গত পরশু বাগমুন্ডি থানা এলাকার বুরদা গ্রামের গৃহবধূ, নাম লছমি রজক, বয়স আনুমানিক ২২, স্বামীর ডাকনাম ক্ষ্যাপা রজক। পারিবারিক অশান্তির জেরে কীটনাশক জাতক দ্রব্য খেয়ে ফেলে। সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘরি বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতাল নিয়ে