রবিবার সন্ধ্যায় ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ এক বৃদ্ধা সহ পরিবারের তিন জন। মর্মান্তিক অগ্নিকাণ্ড কাশিপুর থানার ক্রোশজুড়ি গ্রামে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ক্রোশজুড়ি গ্রামের বাসিন্দা বাদশা মণ্ডলের বাড়িতে আগুন লাগে। গ্রামবাসীদের চেষ্টায় আগুন নেভানো হয়। ততক্ষণে পুড়ে ছাই বাদশা মণ্ডলের মাথা গোঁজার ঠাঁই। নগদ চার হাজার টাকা সহ বাড়ির অন্যান্য সামগ্রীও ভস্মীভূত। পেশায় সব্জি বিক্রেতা বাদশা মণ্ডল এদিন হাটে গিয়েছিলেন। মর্মান্তিক অগ্নিকাণ্ডের খবর শুনে বাড়ি ফেরেন; ততক্ষণে