পুরুলিয়া জেলার আদ্রার কমলাস্থান সার্বজনীন দুর্গাপূজার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার সন্ধ্যা প্রায় ৬ টা নাগাদ আদ্রার কমলাস্থান সার্বজনীন দুর্গাপূজার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর জয় ব্যানার্জি সহ পুরুলিয়া জেলা পরিষদ সদস্যা সরস্বতী বাউরি,স্থানীয় আড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুফান রায়, আদ্রা থানার আইসি সুবীর পাল সহ পুজো কমিটির সদস্যরা।