কালীগঞ্জ: নিম্নচাপের জেরে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টিপাত
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে নদীয়ার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় শনিবার দুপুর থেকে কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টিপাত দেখা যায়। কালিগঞ্জের পলাশী দেবগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে বিকেল থেকে কখনো মুষলধারে কখনো হালকা বৃষ্টিপাত দেখা যায়। হালকা হওয়ার সঙ্গে এই বৃষ্টিপাতের বিব্রত জনসাধারণ। বেশ কিছু এলাকায় রাস্তায় জল জমতেও দেখা যায়। বিজয় দশমীর দিন থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি। এর ফলে বিভিন্ন এলাকার বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে।