মন্দিরবাজার: দয়রামপুর ঐতিহাসিক ৬৫ ফুট কালী প্রতিমার মন্দিরে শ্যামা কালী পূজা উপলক্ষে প্রস্তুতির চরম তুঙ্গে
দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত দয়রামপুর ঐতিহাসিক ৬৫ ফুট কালী প্রতিমার মন্দিরে শ্যামা কালী পূজা উপলক্ষে প্রস্তুতি চরম তুঙ্গে শুরু হয়েছে মন্দির সাজানো থেকে মায়ের গায়ে নতুন রংয়ের প্রলেপ লাগানোর কাজ।