জলপাইগুড়ি: নবমীতে মানব পুজোর আয়োজন জলপাইগুড়ির ময়নাগুড়িতে,সেই মানব পূজায় উপস্থিত পদ্মশ্রী করিমুল হক
নবমীতে মানব পুজোর আয়োজন জলপাইগুড়ির ময়নাগুড়িতে। সেই মানব পূজায় উপস্থিত পদ্মশ্রী করিমুল হক সহ বিশিষ্টজনেরা। সম্প্রীতির মেলবন্ধন। সর্বধর্ম সমন্বয়ে এই মিলান উৎসব ময়নাগুড়ি বিএড কলেজে দূর্গা পূজার মন্ডপেই আয়োজন করা হয়েছে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর। মহা নবমীতে সর্বধর্ম সমন্বয়ে মানব পুজোর আয়োজন জলপাইগুড়ি ময়নাগুড়িতে।বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের বেশি বেশি করে জাগ্রত করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন বলে এদিন বিকেলে উদ্যোক্তারা জানান