চাঁচল ১: নবমীতে উন্মাদনা কুমারী পুজো ঘিরে, চাঁচল ইয়ুথ ক্লাবের পূজোয় ইতিহাস থেকে মহীয়সী নারীরা
মালদার চাঁচল সদর এলাকায় যে কয়েকটি পূজো এবার জেলাবাসীর নজর কেড়েছে। তার মধ্যে অন্যতম ইয়ুথ ক্লাব। ইতিহাস থেকে শুরু করে বর্তমানে দেশের মহীয়সী নারীদের নিয়ে এই বছর থিম এই ক্লাবের। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছ থেকে সেরা পুজোর শিরোপা মিলেছে। মহানবমীর দুপুরে কুমারী পুজোকে কেন্দ্র করেও ছিল উন্মাদনা। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কুমারী রূপে পূজিত হয় এলাকারই খুদে দেবাংশী সাহা। পরবর্তীতে নিয়ম অনুযায়ী চলতে থাকে নবমীর পুজো।