সাগরদিঘি: সাগরদিঘিতে চালু হল ‘এসআইআর’ সহায়তা কেন্দ্র, উত্তর মুর্শিদাবাদ জেলা সংগ্রাম সমিতির উদ্যোগে নতুন পদক্ষেপ
উত্তর মুর্শিদাবাদ জেলা সংগ্রাম সমিতির উদ্যোগে সাগরদিঘি ব্লকের প্রতিটি অঞ্চলে আজ সকাল এগারোটা নাগাদ ‘এসআইআর’ সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহায়তা কেন্দ্রগুলির মাধ্যমে সাধারণ মানুষের নানাবিধ সামাজিক ও প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।