বারাসাত ১: দত্তপুকুরে এক মানসিক ভারসাম্যহীন বধির নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে পেশ করল পুলিশ
দুর্গাপুরের পর এবার দত্তপুকুরে ধর্ষণের অভিযোগ, ঘটনা সূত্রে জানা যায় রবিবার দুপুরের পর থেকেই দত্তপুকুর থানার অন্তর্গত খোরকি এলাকার মানসিক ভারসাম্যহীন এক বধির নাবালিকা নিখোঁজ ছিল, দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নাবালিকা কি খুঁজে না পেয়ে প্রশাসনের দারস্থ হয় পরিবার, পরবর্তীতে পীরগাছা এলাকার পরিত্যক্ত ইটভাটায় বিবস্ত্র অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।