রানিনগর ২: শ্যামা পূজায় নরনারায়ণ সেবা অসহায় মানুষের পাশে রাণীনগর থানার পুলিশ
রাণীনগর থানার উদ্যোগে শ্যামা পূজায় নরনারায়ণ সেবা — অসহায় মানুষের পাশে পুলিশ শ্যামা পূজার পবিত্র উপলক্ষে এক মানবিক উদ্যোগে নজির গড়ল রাণীনগর থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে রাণীনগর থানার পাড়া শ্যামা পূজা মণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো নরনারায়ণ সেবা। এই সেবামূলক অনুষ্ঠানে থানার ওসি নিজে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দেন। পুলিশের অন্যান্য সদস্যরাও পাত পেড়ে খাওয়ানোর কাজে অংশ নেন। উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগে খুশি