রায়গঞ্জ: রায়গঞ্জ বিডিও অফিসে ৩০ জনের হাতে পাট্টার কাগজ তুলে দিলেন বিধায়কৃষ্ণ কল্যাণী,সারা বছরে ২৫০ জনকে দেওয়া হয়েছে
বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ বিডিও অফিসে বিধানসভা কেন্দ্রের ৩০ জনের হাতে পাট্টার কাগজ তুলে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি জানান, গত এক বছরে রায়গঞ্জ এলাকায় মোট প্রায় ২৫০ জনের হাতে পাট্টা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিডিও কামালউদ্দিন আহমেদ বিধায়ককে বরণ করে নেন। পরে কর্মীদের সঙ্গে কথা বলেন বিধায়ক এবং সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।