হরিশ্চন্দ্রপুর ২: পাইপলাইন বসানো হলেও জল নেই! হরিশ্চন্দ্রপুরে আয়রনযুক্ত নলকূপের জলে অসুস্থ গ্রামবাসী
হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভালুকা অঞ্চলের একাধিক গ্রামে পাইপলাইন বসানো হলেও এখনো জল সরবরাহ শুরু হয়নি। ফলে বোরনাহী, ট্যাংঠা ঘাট, হাতিচাপা ও জগন্নাথপুর গ্রামের মানুষ বাধ্য হচ্ছেন অগভীর নলকূপের জল ব্যবহার করতে। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে , নলকূপের জলে প্রচুর পরিমাণে আয়রন থাকায় নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই পেটের অসুখে ভুগছেন।