হবিবপুর: আইহো ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী শনি মহারাজের বাৎসরিক পুজোর আয়োজন
প্রত্যেক বছরের মতো এ বছরও আইহো ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী শনি মহারাজের বাৎসরিক পুজোর আয়োজন করা হলো শনিবার সন্ধ্যাবেলায়। আইহো স্ট্যান্ড সংলগ্ন শনি মহারাজের মন্দিরে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ঢাক–ঢোলের তালে তালে অতি ধুমধাম সহকারে পুজো সম্পন্ন হয়,পুজোকে ঘিরে সন্ধ্যা ছ’টা নাগাদ মন্দির প্রাঙ্গণে বহু ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।