দিনহাটা ১: গীতালদহ হরিরহাট হাই স্কুল মাঠে গীতালদাহ ২নং অঞ্চল তৃণমূলের বিজয়া সম্মিলনী, উপস্থিত বিধায়ক সংগীতা রায়
গীতালদহ হরিরহাট হাই স্কুল মাঠে গীতালদাহ ২নং অঞ্চল তৃণমূলের বিজয়া সম্মিলনী, উপস্থিত বিধায়ক সংগীতা রায়। শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই কর্মসূচি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার বিধায়ক সংগীতা রায়, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, তৃণমূলের দিনহাটা ওয়ান A ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সোহেল রহমান, INTTUC ব্লক সভাপতি সুব্রত বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব।