গড়বেতা ২: গড়বেতা দু'নম্বর ব্লকের গোয়ালতোড় কেয়ামাচা এলাকায় ৫০ থেকে ৫৫ টি হাতি, ধাপিয়ে বেড়াচ্ছে বিঘের পর বিকেল ফসল নষ্ট
পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা দু'নম্বর ব্লকের গোয়ালতোড় এলাকায় কেয়ামাচা বন বিভাগে অন্তর্গত বেশ কিছু এলাকায় ৫০ থেকে ৫৫ টি হাতি দাপিয়ে বেড়ায় বিঘের পর বিঘে ফসল নষ্ট হয়েছে চাষীদের বিক্ষোভ দেখায় চাষীরা কেয়ামাচা বন বিভাগের অন্তর্গত অফিসে অভিযোগ। বনদপ্তর কোনোরকম সহযোগিতা করেনি হাতি তাড়ানোর ক্ষেত্রে কোন রকম ভাবে হুলাপ পার্টি সহ যেভাবে বনদপ্তরে সহযোগিতা ।