লালগোলা: পদ্মা ভাঙনে বিপর্যস্ত পরিবারের পাশে আল মদিনা ওয়েল ফেয়ার সোসাইটি — শীতের আগমনে মানবিক উদ্যোগ লালগোলায়
মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলে পদ্মা নদীর ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে বহু পরিবার। বিশেষত রেজিনগর কাশিপুর এলাকা থেকে আগত আল মদিনা ওয়েল ফেয়ার সোসাইটি এই সংকটময় সময়ে মানবিক দায়িত্ব পালন করছে। তারা লালগোলার ক্ষতিগ্রস্ত ২০০টিরও বেশি সর্বহারা পরিবারের হাতে শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে শীতের কষ্ট লাঘবের উদ্যোগ নিয়েছেন। পদ্মা নদীর ভাঙনে বহু বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ায় অসংখ্য মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। সেইসব পরিবারের পাশে দাঁড়িয়ে সমাজের প্রতি