গাজোল: টোল প্লাজার ১২ নং জাতীয় সড়ক কাছে অবৈধ কাঠসহ কনটেনার লরি আটক করে বনদপ্তর এর আধিকারিক
Gazole, Maldah | Sep 16, 2025 গাজোল টোল প্লাজার কাছে ১২ নম্বর জাতীয় সড়কে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠসহ একটি কনটেনার লরি আটক করল বনদপ্তরের আধিকারিকরা। এদিন মঙ্গলবার বেলা দুটো নাগাদ। সূত্রে জানা গেছে, সোমবার রাতে জিএসটি দপ্তরের আধিকারিকরা বৈধ কাগজপত্র না থাকায় ১২ চাকা বিশিষ্ট লরিটিকে আটক করে। মঙ্গলবার দুপুরে বনদপ্তরের হাতে লরি ও কাঠগুলি হস্তান্তর করা হয়।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আসাম থেকে কলকাতার উদ্দেশ্যে সেগুন কাঠ বোঝাই করে লরিটি জাতীয় সড়ক দিয়ে আসছিল। বনদপ্তর গাড়িচালককে আটক